শীতে কাঁপতে চাই

 

                              শীতে কাঁপতে চাই,,♥

শীতে কাঁপতে কাঁপতে চায়ের দোকানে মফিজ হাক ছাড়লো – ওই জলদি গরম গরম এক কাপ চা লাগা, ঠান্ডার কি ঠাপ রে বাপ ! … মুহুর্তের মধ্যে এক পিচ্চি গরম এক কাপ চা এগিয়ে দিয়ে বলল – এই যে মামা চা । মফিজঃ ওই ব্যাটা কাপ ধরাটাও জানস না। এভাগে চায়ের কাপ কেউ ধরে নাকি? চায়ের ভিতর তো আঙ্গুল ডুকাইয়া ফালাইছস। পিচ্চিঃ সরি মামা আঙ্গুলে ব্যাথা পাইছি তো তাই ডাক্তার বলছে গরম শেক দিতে। মফিজঃ (চায়ে একটা চুমুক দিয়ে) হালার পুত, আঙ্গুল পাছার ভিতর ভইরা রাখ, ওইখানে সব চাইতে বেশী গরম শেক পাইবি।


তুমি যমুনা হলে হব আমি যমুনা ব্রিজ, তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ, তুমি জিবন হলে হব আমি প্রেম, তুমি দরজা হলে হব আমি দরজার ফ্রেম ।


শীতে কাঁপতে চাই,,♥

Post a Comment

0 Comments