দেবো তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা মনে আছে যত ব্যাথা। বলবো তোমায় ভালোবাসি থাকবো দুজন পাশাপাশি।
আকাশ ভরা লক্ষ তারা মিটিমিটি হাসে। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
আমায় তুমি কোনো দিন ভুলে যেও না। আর যদি ভুলে যাও প্রাণে বাঁচবো না...
আজকে তোমায় শপথ করে বলতে হবে আগে আমাদের এই ভালোবাসা চিরদিন কি রবে
এমনি ভাবেই কাছে থেকো দূরে যেও না। তোমায় নিয়ে গড়া মন ভেঙে দিও না।
মিলনের মালা যায় ছিঁড়ে যাক প্রেমের বাঁধনে বাঁধনা। যদি কিছু ভুল করে থাকি প্রিয় মনে তা রেখো না
এতো দেখি তবু প্রিয় সাধ কভু মেটে না সব বাধা ঠেলে দিয়ে কাছেতে এসো না.
0 Comments