১"চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা আমায় ছেড়ে যেন ধুরে যেওনা আচ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে তোমায় ছাড়া আমি বাচতে পারবনা এই ভুবনে,,,i love you
২"তুমি আমাকে বিশাল একটা আকাশ দিলে কিন্তু স্বপ্ন দিলা না মেঘ হয়ে অঝর বৃষ্টি দিলে কিন্তু একবার ভিজ্থে দিলানা এমন এ ভালোবাসলে কিন্তু আপন করে নিলানা।
৩"সারা রাত সপ্ন দেখে।কত ছবি মন আকেঁ এমনসময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা মা এসে দিল ডাকি খুলতে হল দুটি আখিঁ জেগে দেখি নাই রাত তাই বলি শুপ্রভাত
৪"ভালবাসা মানে আবেগের পাগলামি ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা
৫"পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে কিন্তু টাকা লাগে না বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালবাসা
0 Comments