১*ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস জান আমার জান তুমি আমার প্রাণের মাঝে প্রাণ জান আমার জান তুমি আমার প্রাণের মাঝে প্রাণ
২*আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে
৩*মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি
৪*আমি জানি তুমি আসবে পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে আমি জানি তুমি আসবে বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে
৫* কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি,,,।
0 Comments